Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ

ছবি

ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী

জনাব বিষ্ণু পদ রায়

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

মোবাইল নম্বর

মোবাইলঃ +৮৮০১৭১০৫৮৬০৯৩

ই-মেইল

bpray2010@gmail.com

অবস্থান

হর্টিকালচার সেন্টার চত্বর, কল্যাণপুর, চাঁপাইনবাবগঞ্জ

পরিচিতি

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ ২০১৩ সালে স্থাপিত ।  এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার কেন্দ্রস্থল থেকে ৩ কিমি দুরে কল্যাণপুর  অবস্থিত। উপকেন্দ্রটি চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার ও লাক্ষা গবেষণা  একই চত্ত্বরে অবস্থিত । এটি ৮ একর জায়গা জুড়ে অফিস, মাঠ, আবাসিক এলাকা নিয়ে গড়ে উঠেছে।

কার্যক্রম

 ১. এই উপকেন্দ্র কার্যালয়টির প্রধান কাজ হলো প্রতিকূল পরিবেশ উপযোগী (খরা এবং তাপমাত্রা), স্বল্প মেয়াদি, স্বল্প উপকরণ নির্ভর ফসলের নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে বিনা প্রধান কার্যালয় কর্তৃক প্রদত্ত পরীক্ষণ বা ট্যায়াল সম্পাদন করা ।

২. আধুনিক শস্যবিন্যাস উদ্ভাবন করে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন।

৩. বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন।

৪.বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড় দমনের কার্যকরি ব্যবস্থা গ্রহণ।

৫. মাটির স্বাস্থ্য রক্ষা করে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা করা।

৬.  মানঘোষিত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ।

৭. বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে প্রদর্শনী স্থাপন।

৮.বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি  সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে  মাঠদিবস আয়োজন করা।

৯.বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের লিফলেট ও বুকলেট বিতরণ।

১০. প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণেরে লক্ষ্যে  ডিএই, বিএডিসি,বিএমডিএ  এবং এনজিও  এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া ও আঞ্চলিক সম্যাসা ভিত্তিক কর্মশালার আয়োজন করা।

জনবল

 ৫ জন

ম্যাপ