Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০২৪

বিনা উপকেন্দ্র বরিশাল

 

ছবি

 

ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম পদবী:

ড. ছয়েমা খাতুন

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

মোবাইল নাম্বার

 ০১৩১৭৪৩৮৪১২

-মেইল

oic.barishal@bina.gov.bd

binabarishal@gmail.com

অবস্থান:

রহমতপুর, বাবুগঞ্জ, বরিশাল

পরিচিতি:

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, বরিশাল ২০১১ সালে স্থাপিত । এটি বরিশাল জেলা শহর হতে ১২ কি:মি: দূরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অবস্থিত। উপকেন্দ্রটি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা কেন্দ্র এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সাথে একই চত্ত্বরে অবস্থিত । উপকেন্দ্রটি ০৮ একর জায়গা জুড়ে অফিস, মাঠ, আবাসিক এলাকা নিয়ে গড়ে উঠেছে।

কার্যক্রম:

  • এই উপকেন্দ্র কার্যালয়টির প্রধান কাজ হলো জোয়ার ভাটা অঞ্চল উপযোগী বিভিন্ন ফসলের জাত ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে বিনা প্রধান কার্যালয় কর্তৃক প্রদত্ত পরীক্ষণ সম্পাদনা করা।
  • বরিশাল অঞ্চলের আবহাওয়া ও মাটির গুনাগুণের উপর ভিত্তি করে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উপযোগিতা যাচাইয়ের জন্য পরীক্ষণ স্থাপন করা।
  • প্রতিকূল পরিবেশ উপযোগী (জলমগ্নতা,লবণাক্ততা এবং সেচ পানির সীমাবদ্ধতা),স্বল্প মেয়াদি, স্বল্প উপকরণ নির্ভর ফসলের নতুন জাত ও প্রযুক্তি মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা।
  • বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও নতুন প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা নিরুপন এবং বিনা প্রধান কার্যালয়ের সাথে আলচনা সাপেক্ষে সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
  • অঞ্চল ভিত্তিক আধুনিক শস্য বিন্যাসে বিনা উদ্ভাবিত জাতের চাষ বৃদ্ধি করে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
  • উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালবিশিষ্ট শস্য বাছাই এর মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা।
  • বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমনের কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ করা।
  • মানঘোষিত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ।
  • বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে প্রদর্শনী স্থাপন এবং মাঠ দিবস আয়োজন করা।
  • প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণেরে লক্ষ্যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান,ডিএই, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি এবং এনজিও কর্মকর্তা,কর্মচারী ও কৃষকদের  প্রশিক্ষণ দেয়া ও কর্মশালার আয়োজন করা।
  • স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন এবং ই-তথ্য সেবা প্রদান করা।
  • প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কার্যাবলি সম্পাদন করা।
  • কৃষি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও মেলায় অংশ গ্রহণ করা।

 

জনবল

ক্রম নং

নাম ও পদবী

-মেইল

মোবাইল নাম্বার

০১

ড. ছয়েমা খাতুন

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও

ভারপ্রাপ্ত কর্মকর্তা

soyemabina14@yahoo.com

soyemak18@gmail.com

+৮৮ ০১৩১৭৪৩৮৪১২

০২

নাজমুন নাহার

বৈজ্ঞানিক কর্মকর্তা

nazmun.n@bina.gov.bd  &

nahar.agril@gmail.com

+৮৮ ০১৭৫২৯৩২৫৪৮

০৩

মোঃ সোহেল রানা

বৈজ্ঞানিক কর্মকর্তা

sohel.r@bina.gov.bd &

sohelbauag@gmail.com

+৮৮ ০১৭২৩০০৫৭৬৮

০৪

কাজী এনায়েত হোসেন

সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা

kazienayet70@gmail.com

+৮৮ ০১৭১৪৮০৭৭৩২

০৫

নির্মল কুমার দে

বৈজ্ঞানিক সহকারী-১

nirmalkumardey1969@gmail.com

+৮৮ ০১৭১৫৮১৪৫৬৩

০৬

মো: মাহবুব আলী খান

বৈজ্ঞানিক সহকারী-১

Mahbubk615@gmail.com

+৮৮০১৭২৮২৫২৯০৬

০৭

মো: ইউনুছ আলী

বৈজ্ঞানিক সহকারী-২

------

+৮৮০১৯২১৬৮৪৩১৯

০৮

ফারহানা ফেরদৌসী

বৈজ্ঞানিক সহকারী-২

------

+৮৮০১৭৮৫০৮১৫৩৫

 

 

ম্যাপ