জাতের নামঃ |
বিনাটমেটো-৮ |
জাতের বৈশিষ্ট্যঃ |
গাছের উচ্চতা ১৩০-১৪০ সে.মি.। ফলের আকৃতি লম্বাটে এবং মসৃণ। গাছের বৃদ্ধির প্রকৃতি সবিরত। প্রতি গাছে ফলের সংখ্যা ৩১-৩৫টি এবং প্রতি ফলের গড় ওজন ৭০-৭৫ গ্রাম। চারা লাগানো হতে ফল পাকা পর্যমত্ম ১০৫-১১০ দিন সময় লাগে। |
জমি ও মাটিঃ |
পানি জমে থাকেনা এমন যেকোন উচু বেলে দোআঁশ হতে এটেল দোআঁশ প্রকৃতির মাটিতে জাত চাষের জন্য উপযোগী। |
জমি তৈরিঃ |
টমেটোর ফলন অনেকাংশে জমি তৈরির উপর নির্ভর করে। তাই ৪-৫ বার জমি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝরে করে নিতে হবে। |
বপনের সময়ঃ |
মধ্য সেপ্টেম্বর হতে মধ্য অক্টোবর সময়ের মধ্যে বীজতলায় বীজ বপন করতে হবে। বীজ বপনের পর থেকে চার সপ্তাহ বয়সী চারা মূল জমিতে লাগানোর উপযুক্ত সময়। তবে মধ্য নভেম্বর পর্যমত্ম চারা লাগানো যায়। |
বীজ শোধনঃ |
টমেটোর বীজ বপন করার সময় পিপড়ার আক্রমন হতে রক্ষার জন্য বীজ বপনের সাথেই সেভিন পাউডার বপনকৃত বীজের লাইনের সাথে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। |
সার ও প্রয়োগ পদ্ধতিঃ |
একর প্রতি ৫ টন গোবর সার, ১৬০ কেজি ইউরিয়া, ১৪০ কেজি টিএসপি ও ১২০ কেজি এমওপি প্রয়োগ করতে হবে। চারা রোপনের পূর্বে জমি শোধনের জন্য ফুরাডান পাউডার প্রয়োগ করা ভাল। ইউরিয়া সার ৩ ভাগ করে জমি প্রস্ত্ততের সময়, চারা লাগানোর ১৫ দিন ও ৩৫ দিন পর এবং এমওপি ২ ভাগ করে চারা লাগানোর ১৫ ও ৩৫ দিন পর মূল জমিতে প্রয়োগ করতে হবে। |
সেচ ও নিস্কাশনঃ |
চারা মাটিতে পূর্ণরূপে স্থাপিত হবার পূর্ব পর্যমত্ম প্রতিদিন একবার পানি প্রয়োগ করতে হবে |
আগাছা দমন এবং মালচিংঃ |
আগাছা দেখা দিলে নিড়ানী বা হাতের সাহায্যে আগাছা পরিষ্কার এবং মাটি নরম করে মালচিং করতে হবে |
বালাই ব্যবস্থাপনাঃ |
ভাইরাস রোগের হাত থেকে রক্ষার জন্য ১০-১৫ দিন অন্তর অন্তর ম্যালাথিয়ন ৫৭ ইসি স্প্রে করতে হবে। এ ব্যবস্থা প্রথম ফল পাকার পূর্ব পর্যন্ত চালু রাখতে হবে। পাতা পঁচা রোগ (লেইট ব্লাইট) থেকে গাছকে রক্ষার জন্য ফুল আসার ঠিক পূর্ব থেকে ১৫ দিন অন্তর তিনবার ডাইথেন-এম৪৫ অথবা রিডোমিল এমজেড অনুমোদিত মাত্রা অনুসারে প্রয়োগ করতে হবে। টমেটোর গাছ ঢলে পড়া রোগ (উইল্ট) থেকে রক্ষার জন্য ক্ষেতের মাটি যাতে সেঁতসেঁতে না থাকে তার ব্যবস্থা করতে হবে। |
ফলনঃ |
গড় ফলন প্রতি হেক্টরে ৭৮ টন |
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন |
(সকাল ৯ টা-বিকাল ৫টা) কল করুনঃ+৮৮০১৭১২১০৬৬২০ ই-মেইলঃ malekbina@gmail.com দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী ড. মোঃ আব্দুল মালেক মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা, ময়মনসিংহ-২২০২ |
চিত্র: বিনাটমেটো-৮