Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০২৪

বিনা উপকেন্দ্র কুমিল্লা

 উপকেন্দ্রের ছবি

 

ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী

ড. মো. ড. হাসানুজ্জামান রনি

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

মোবাইল নম্বর

০৮১৬৭৬০৭,

০১৭২৬২৭৬৮৭৫

ই-মেইল

binasubstationcomilla@gmail.com

অবস্থান

শাসনগাছা, সদর, কুমিল্লা ।

পরিচিতি

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উপকেন্দ্র-কুমিল্লা ১৯৯৮ সালে স্থাপিত হয়। উপকেন্দ্রটি ০৮ একর জায়গা জুড়ে অফিস, গবেষণা মাঠ, আবাসিক এলাকা নিয়ে গড়ে উঠেছে। এটি কুমিল্লা জেলা শহরের প্রবেশ দ্বার শাসনগাছায় অবস্থিত। বিনা উপকেন্দ্র-কুমিল্লা, কুমিল্লার আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, হর্টিকালচার সেন্টার, কৃষি বিপনন কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালকের কার্যালয়, উপ-পরিচালকের কার্যালয় এবং কৃষি তথ্য সার্ভিস এর পাশে অবস্থিত। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার ৩৭ টি উপজেলায় বিনা উপকেন্দ্র কুমিল্লার কার্যক্রম বিস্তৃত।

কার্যক্রম

  • পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে কুমিল্লা অঞ্চল উপযোগী বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত উদ্ভাবন, বিনা উদ্ভাবিত অধিক লাভজনক জাত ও প্রযুক্তির বানিজ্যিক সম্প্রসারণ এবং প্রধান কার্যালয় কর্তৃক প্রদত্ত পরীক্ষণ সম্পাদনা করা।
  • শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে স্বল্পজীবনকাল বিশিষ্ট  জাত ও তেল জাতীয় ফসল অন্তর্ভুক্তির মাধ্যমে কুমিল্লা অঞ্চলের উচু জমিতে চার ফসলী শস্য বিন্যাস ও নিচু হাওর এলাকার জন্য দুই ফসলী শস্য বিন্যাস প্রযুক্তি উদ্ভাবন করা এবং এই অঞ্চলের কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
  • বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও নতুন প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা নিরুপন এবং সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
  • বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমনের কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ করা।
  • বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে বীজ উৎপাদন, চারা ও বীজ সহায়তা প্রদান, প্রদর্শনী স্থাপন এবং মাঠদিবস আয়োজন করা।
  • লবনাক্ততা সহিষ্ণু চিকন চালের জাত উদ্ভাবন।
  • কুমিল্লা অঞ্চল উপযোগী উচ্চফলনশীল বাশমতি ধানের জাত উদ্ভাবন।
  • অধিক পুষ্টিগুন সম্পন্ন কালো ও লাল চালের জাত উদ্ভাবন।
  • কুমিল্লা অঞ্চলের আদি সুগন্ধিযুক্ত চিকন চাল হতে উচ্চফলনশীল সুগন্ধিযুক্ত জাত উদ্ভাবন।
  • কুমিল্লা অঞ্চল উপযোগী রোগবালাই সহিষ্ণু উচ্চফলনশীল আদা ও হলুদের জাত উদ্ভাবন।
  • দক্ষিনাঞ্চলের আদি জাত সমূহ সংগ্রহ, বৈশিষ্ট্যয়ন, বীজ উৎপাদন ও সংরক্ষণ । 
  • বিনা উদ্ভাবিত অধিক লাভজনক ফসলের জাত ও প্রযুক্তিসমূহের বানিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোক্তা তৈরির কার্যক্রমসমূহঃ
  • জিংক ও আয়রন সমৃদ্ধ ফাইবার রাইস ও চিকন চালের প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা তৈরি ।
  • বারোমাসি, সুগন্ধিযুক্ত ও বীজবিহীন বিনালেবু-১ ও বিনালেবু-২ এর বাগানী উদ্যোক্তা তৈরি ।
  • কুমিল্লা অঞ্চলে বিনা উদ্ভাবিত ধান, সরিষার, তিল, বাদাম এর বীজ উদ্যোক্তা কৃষক তৈরি।
  • সর্বোপরি, কৃষি মন্ত্রনালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের সাথে যুগপৎভাবে আঞ্চলিক সমস্যাসমূহ সমাধান ও শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

জনবল

ক্রম নং

নাম ও পদবী

ই-মেইল

মোবাইল নাম্বার

০১

ড. মো. ড. হাসানুজ্জামান রনি

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা

zamanpbd.bina@gmail.com

০১৭২৬২৭৬৮৭৫

০২

 মো: সোহেল রানা

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা 

sohelbina.pbd@gmail.com ০১৭২২৯৮৮২৮৯

০৩

শামস-আল-মাহমুদ

বৈজ্ঞানিক কর্মকর্তা

shamsalmahmudneel@bina.gov.bd

০১৭২৩৮০০৮২০

০৪

মো. আবুল ফজল

পরীক্ষণ কর্মকর্তা

mdabulfazal4@gmail.com ০১৭০১৪২১৯২১

 

ম্যাপ: