Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ অক্টোবর ২০২৪

বিনাটমেটো-১৩

জাতের নামঃ
বিনাটমেটো-১৩
জাতের বৈশিষ্ট্যঃ

গাছের উচ্চতা ৮৫-৯০ সে.মি.

ফলের আকার গোলাকার এবং বোটার বিপরীত দিকে সামান্য সূচালো

ফলের আকার মাঝারি (প্রতিটি ফলের গড় ওজন ৬০-৬৫ গ্রাম)

গড় ফলন  ৮৭ টন/হেক্টর (শীতকালে)

জীবনকাল ১২০-১২৫ দিন

জমি ও মাটিঃ
প্রায় সব ধরনের মাটিতেই বিনাটমেটো-১৩ চাষাবাদ করা যায়। তবে বেলে দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী।
জমি তৈরীঃ
তিন চারটি চাষ ও মই দিয়ে জমি তৈরী করতে হবে।
বপণের সময়ঃ
বিনা টমেটো১৩ এর জন্য রবি মৌসুমে আশ্বিন মাসের প্রথম হতে শেষ দিন পর্যন্ত (মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর) বীজতলায় বীজ বপন করতে হবে। ১লা  কার্ত্তিক হতে ৩০শে কার্ত্তিক (মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর) পর্যন্ত একমাস বয়সী চারা রোপনের উপযুক্ত সময়। তবে অগ্রহায়ণের মাঝামাঝি পর্যন্ত চারা লাগানো চলে। ২৫-৩০ দিন বয়সের চারা জমিতে লাগাতে হয়।
বীজ বপন পদ্ধতিঃ
বীজ তলায় এ জাতের বীজ বপনের নিয়ম টমেটোর অন্যান্য জাতের মতই। তবে অনেক ক্ষেত্রে টমেটোর বীজ বপন করার পর পিঁপড়ায় বীজ নিয়ে যেতে পারে। এতে অংকুরোদগম কম হয়। তাই সতর্কতা স্বরুপ বীজ তলায়  সেভিন ডাষ্ট বা গুড়া জাতীয় কীটনাশক ছিটিয়ে দিলে ঝুঁকি থাকে না।
রোপন পদ্ধতিঃ
জমি চাষ সম্পন্ন হলে ভূমি হতে ১০-১৫ সে.মি. উঁচু বেড তৈরী করতে হবে এবং বেডের চারিপার্শ্বে ড্রেনের ব্যবস্থা রাখতে হবে। এ বেডে ৩-৪ সপ্তাহ বয়সের চারা রোপন করতে হবে। চারা লাগানোর সংগে সংগে চারাতে পানি দিতে হবে। সারি হতে সারি এবং গাছ হতে গাছের দুরত্ব ৫০ সে.মি. দিতে হবে। চারা লাগান ও লালন পদ্ধতি প্রচলিত অন্যান্য জাতের লালন পদ্ধতির অনুরুপ।
সার ও প্রয়োগ পদ্ধতিঃ

শেষ চাষের সময় নির্ধারিত পরিমান গোবর সারে অর্ধেক ও পুরো টিএসপি ছিটিয়ে দিয়ে পুনরায় চাষ ও মই দিয়ে জমি তৈরী করতে হবে। বাকি অর্ধেক গোবর চারা লাগানোর সময় গোড়ার মাটির সংগে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ও পটাশ সমান দু’ভাগ করে চারা লাগানোর ১৫ দিন এবং ৩৫ দিন পর প্রয়োগ করতে হবে।

সারের নাম হেক্টর প্রতি (কেজি) একর প্রতি (কেজি)
ইউরিয়া ২০০-২৫০ ৮০-১০০
টিএসপি ১৫০-২০০ ৬০-৮০
এমওপি ১৭০-২৩০ ৬৮-৯২
জিপসাম

৫০-৭৫

২০-৩০
দস্তা ২.৫-৫ ১-২
বোরন ১.৫-৩ ০.৬-১.২
পঁচা গোবর ১০ টন ৪ টন

 

সেচ ও নিষ্কাশনঃ
জমির অবস্থা অনুযায়ী প্রয়োজনবোধে ঝর্ণা দিয়ে গাছে পানি দিতে হবে।
পরিচর্যাঃ
চারা রোপনের পরে জমিতে আগাছা হলে নিড়ানী দিয়ে হালকাভাবে আগাছা পরিস্কার করে ফেলতে হবে এবং একই সময় মাটি ঝুরঝুরা করে দিতে হবে।
বালাই ব্যবস্থাপনাঃ
টমেটোর ফল ছিদ্রকারী পোকার জন্য ৫ শতাংশ জমিতে সবিক্রন-৪২৫ ইসি ২০ মি.লি. ১০ লিটার পানিতে মিশ্রিত করে স্প্রে করতে হবে।  কোন কোন ক্ষেত্রে কৃমি রোগ, গোড়া পঁচারোগ ইত্যাদি দেখা যায়। সে ক্ষেত্রে জমিতে চারা লাগানোর পূর্বে  ফুরাডান-৩ জি দ্বারা মাটি শোধন করে নিলে এ সব রোগের প্রকোপ কমে যায়।
ফলনঃ
গড় ফলন  ৮৭ টন/হেক্টর (শীতকালে)।

 

প্রয়োজনে সংশ্লষ্টি বিশেষজ্ঞর সাথে কথা বলুন টমেটো ফসল বিশেষজ্ঞঃ

 (সকাল ৯ টা-বিকাল ৫টা)

কলকরুনঃ +৮৮০১৭১০৮৭৯৮১৩

ই-মইেলঃ islamtariqul05@yahoo.com

দায়িত্বপ্রাপ্ত র্কমর্কতার নাম ও পদবী

ড. মো. তারিকুল ইসলাম

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

ক্রপ ফিজিলজি বিভাগ, বিনা, ময়মনসিংহ-২২০২

চিত্র: বিনাটমেটো-১৩

চিত্র: বিনাটমেটো-১৩ এর মাঠ