মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (“বিনা’র) গবেষণা র্কাযক্রম শক্তিশালীকরণ”প্রকল্প এর অর্থায়নে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনোহরদী নরসিংদীর সহযোগিতায় বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ এর সভাপতিত্বে এবং পরীক্ষণ কর্মকর্তা, মো.আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় এ উঠান বৈঠক মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) বিকালে মনোহরদীর চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে কৃষক মোছা: বেহেসনারা এর জমিতে প্রায়োগিক মাঠ পরীক্ষণে ব্যবহৃত সরিষা (বিনাসরিষা-৭, বিনাসরিষা-৯, বিনাসরিষা-১২ এবং বারি সরিষা১৪) জাতসমুহের পারফরমেন্স সম্পর্কিত তথ্যের অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে উঠান বৈঠক ও মতবিনিময় সভা এবং বোরো ধানের জাত বিনাধান-১৪ ও বিনা ধান-২৫ এর প্রদর্শনীর উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু কৃষি বিজ্ঞানী ড. মো.আবুল কালাম আজাদ মহাপরিচালক (বিনা) ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আজিজুল হক, সিএসও এবং বিভাগীয় প্রধান মৃত্তিকা বিজ্ঞান বিভাগ (বিনা) ময়মনসিংহ। মনোহরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার প্রমূখ। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা মুছলেহ উদ্দিন ও কৃষক কৃষাণীগণ এসময় উপস্থিত ছিলেন।