Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুলাই ২০১৯

“জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯” উদযাপন প্রসঙ্গে।


প্রকাশন তারিখ : 2019-07-22

সরকারি কর্মচারিদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ প্রদানের জন্য বিগত ২০১৬ খ্রি. সাল হতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসটি উদযাপিত হচেছ। এ বছরও বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী দিবসটি পালিত হবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর প্রধান কার্যালয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপনের অংশ হিসেবে ২৩ জুলাই, ২০১৯ রোজ মঙ্গলবার সকাল ১০:০০ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দিবসটির তাৎপর্য প্রদর্শিত হবে। এছাড়া, সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার সাম্প্রতিক বন্যা মোকাবেলায় সম্ভাব্য করণীয়সহ সাংবাদিকগণের উপস্থিতিতে সচেতনামূলক আলোচনার মাধ্যমে কৃষকসহ সকল মহলকে অবহিতকরন ও বর্তমান সরকারের সাফল্য হিসেবে বিনা’র প্রযুক্তিসমূহ পোষ্টার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠানের উম্মুক্ত স্হানে প্রদর্শন করা হবে। বিনা’র প্রধান কার্যালয়ে কর্মরত সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকগণকে উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিনা’র মহাপরিচালক ড.বীরেশ কুমার গোস্বামী জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

                                                                                                                                                                                                                                              মহাপরিচালকের পক্ষ,

                                                                                                                                                                                                                 ”জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯” উদযাপন কমিটি, বিনা