Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০১৫

বিনা এবার আনল ‘আয়রন ধান’


প্রকাশন তারিখ : 2015-11-24

জিংকসমৃদ্ধ ধানের পর এবার আসছে ‘আয়রন ধান’। বিনাধান-১৯ নামের এ ধানের জাতটি উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। এটি দেশে প্রচলিত ধানের জাতগুলো থেকে ৬-৩০ গুণ বেশি আয়রনসমৃদ্ধ। শেরপুরে এবারের আমন মৌসুমে আয়রনসমৃদ্ধ বিনাধান-১৯ পরীক্ষামূলক গবেষণা প্লটে আবাদ করে একরপ্রতি ফলন মিলেছে ৫৫ মণ। বিনাধান-১৯ অনেকটা সরু ও লম্বা। চাল বেশ পুষ্ট ও লালচে। আমন মৌসুমে প্রচলিত উচ্চ ফলনশীল জাতের তুলনামূলক পর্যালোচনায় দেখা গেছে, একসঙ্গে লাগানো হলেও ব্রি ধান-৪৯ জাতের চেয়ে কমপক্ষে ১০ দিন আগে বিনাধান-১৯ ঘরে তোলা গেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন।