পরিচিতিঃ বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, সাতক্ষীরা ১৯৯৯ সালে স্থাপিত। এটি সাতক্ষীরা জেলা শহর হতে ৫ কিমি দূরে বিনেরপোতা এলাকায় অবস্থিত। উপকেন্দ্রটি কৃষি গবেষনা কেন্দ্র (বারি) এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সাথে একই চত্ত্বরে অবস্থিত। উপকেন্দ্রটি ২৭ একর জায়গা জুড়ে অফিস, মাঠ, আবাসিক এলাকা নিয়ে গড়ে উঠেছে।
কার্যক্রম:
উপকেন্দ্রের প্রধান কাজ হলো লবনাক্ততা সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং বিনা প্রধান কার্যালয় কর্তৃক প্রদত্ত পরীক্ষণ সম্পাদনা করা।
খুলনা অঞ্চলের আবহাওয়া ও মাটির গুনাগুণের উপর ভিত্তি করে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের/মিউট্যান্টের শারীরবৃত্তীয় উপযোগিতা যাচাই করা।
বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও নতুন প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা নিরুপন এবং সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
অঞ্চল ভিত্তিক শস্য বিন্যাস উদ্ভাবন এবং বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকাল বিশিষ্ট জাতের অন্তর্ভুক্তির মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমনের কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ করা।
বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে বীজ উৎপাদন, বিতর, প্রদর্শনী স্থাপন এবং মাঠদিবস আয়োজন করা।
খুলনা অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান; বারি, ব্রি, ডিএই, এসআরডিআই, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিজেআরআই এবং এনজিওর সাথে যোগাযোগ স্থাপন এবং ই-তথ্য সেবা প্রদান করা।
কৃষি বিষয়ক বিভিন্ন সভা, কর্মশালা, সেমিনার এবং মেলার আয়োজন ও অংশগ্রহণ করা।
জনবল
ক্রমিক নং
নাম (বাংলা)
পদবী
ই-মেইল
মোবাইল নং
০১
ড. মোঃ বাবুল আকতার
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা