Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০২৪

বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী, শেরপুর

 

ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী

জনাব মো. ফরহাদ হোসেন

বৈজ্ঞানিক কর্মকর্তা

মোবাইল নম্বর

মোবাইলঃ 01714625000

ই-মেইল

forhad25083@gmail.com

অবস্থান

গেঁরাপঁচা, নালিতাবাড়ী, শেরপুর

পরিচিতি

বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত। এই ইপজেলার মোট আয়তন ৩২৭.৬১ বর্গ কিলোমিটার এবং উপজেলাটি প্রায় ২৫.১৪ ও ২৫.০১ উত্তর অক্ষাংশ এবং ৯০.০৫ ও ৯০.১৮ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। শেরপুর জেলার উত্তর পূর্বাংশে অবস্থিত এ উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, পূর্বে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট, দক্ষিনে শেরপুর জেলার নকলা ও শেরপুর সদর এবং পশ্চিমে ঝিনাইগাতী উপজেলা দ্বারা বেষ্টিত। মোট জনসংখ্যা ২,৫২,৯৩৫ জন। গারো, হাজং, হোডি, মান্দাই এবং কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোক বাস করে। প্রধান নদী হলো ভোগাই,কাংসা, মালঝি, থালোং, খুসকি এবং ডুবলাখালী বিল। প্রধান টুরিস্ট স্থান হলো মধুটিলা, রাবার ড্যাম এবং ভোগাই নদীর তীর। কৃষিকাজ (৭০.০৬ %)  হলো প্রধান জীবিকার উৎস এবং প্রধান ফসল হলো ধান, পাট ও সরিষা।

কার্যক্রম

  • পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে শেরপুর-নেত্রকোনা অঞ্চল উপযোগী বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত উদ্ভাবন, বিনা উদ্ভাবিত অধিক লাভজনক জাত ও প্রযুক্তির বানিজ্যিক সম্প্রসারণ এবং প্রধান কার্যালয় কর্তৃক প্রদত্ত পরীক্ষণ বাস্তবায়ন করা।
  • শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে স্বল্পজীবনকাল বিশিষ্ট জাত ও তেল জাতীয় ফসল অন্তর্ভুক্তির মাধ্যমে এ অঞ্চলের উচু জমিতে চার ফসলী শস্য বিন্যাস ও নিচু হাওর এলাকার জন্য দুই ফসলী শস্য বিন্যাস প্রযুক্তি উদ্ভাবন করা এবং এই অঞ্চলের কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
  • বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও নতুন প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা নিরুপন এবং সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
  • বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমনের কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ করা।
  • বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে বীজ উৎপাদন, চারা ও বীজ সহায়তা প্রদান, প্রদর্শনী স্থাপন এবং মাঠদিবস আয়োজন করা।
  • জিংক ও আয়রন সমৃদ্ধ ফাইবার রাইস ও চিকন চালের প্রক্রিয়াজাতকরণ ও বারোমাসি, সুগন্ধিযুক্ত ও বীজবিহীন বিনালেবু-১ ও বিনালেবু-২ এর উদ্যোক্তা তৈরি ।
  • কৃষি মন্ত্রনালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের সাথে যুগপৎভাবে আঞ্চলিক সমস্যাসমূহ সমাধান ও শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

জনবল

 

নং

নাম ও পদবী

ই-মেইল

মোবাইল নাম্বার

 

০১

জনাব মো. ফরহাদ হোসেন forhad25083@gmail.com 01714625000

০২

ফয়সাল আহম্মেদ

বৈজ্ঞানিক কর্মকর্তা

ahmmedriyadh77@gmail.com

01990739490

০৩

মো: শফিুকুজ্জামান

ফার্ম ম্যানেজার

shoaibsau10@gmail.com

01734474288

০৪

মো: আবদুর রহমান

কনিষ্ঠ পরীক্ষণ কর্মকর্তা

 

01718687068

০৫

তানজিলা নাসরিন তৃণা

ফার্ম ম্যানেজার

trina.gpb@gmail.com ০১৭২৮৪৯৩০৪১

 

 

 
 
 

ম্যাপ