বিনাগম-১, লবনসহিষ্ণু গমের জাত হিসেবে ৯ অক্টোবর ২০১৬ খ্রিঃ তারিখে ছাড় হয়। বিনার প্রাক্তন মহাপরিচালক ড. এ. এ. হাছান L-880 নামক একটি Segregating মিউট্যান্টের বীজ পাকিস্তানের Nuclear Institute for Agriculture and Biology(NIAB) থেকে সংগ্রহ করেন, যা থেকে জন্মানো গাছগুলোর প্রতিটি থেকে সবচেয়ে ভাল শীষটি বাছাই করে প্রত্যেকটি শীষ থেকে প্রাপ্ত বীজগুলো আলাদা আলাদা সারিতে বপন করা হয় এবং মাঠপর্যায়ে লবণাক্ত এবং অলবণাক্ত উভয় মাটিতে চেক জাতের চেয়ে বেশি ফলন দিতে সক্ষম এরকম ৩টি সারি নির্বাচন করা হয়। যার মধ্যে L-880-43 কে বিনাগম-১ হিসেবে অবমুক্ত করা হয়। জাতটি অঙ্গজ বৃদ্ধি পর্যায় থেকে পরিপক্ক হওয়া পর্যন্ত ১২ ডি.এস./মি. লবণাক্ততা সহ্য করতে পারে। এর জীনবকাল ১০৫-১১০ দিন। এর অরিকল গোলাপী রংয়ের এবং গাছের কান্ড, পাতা ও শীষ মোমের আস্তরণযুক্ত। দানামাঝারী ও বাদামী (Amber) রংয়ের। ১০০০ দানার ওজন ৩৬.৬ গ্রাম। লবণাক্ত মাটিতে ফলন ২.২-৩.৫ টন/হে. ও গড়ে ২.৯ টন/হে. এবং অলবণাক্ত মাটিতে ফলন ৩.২-৪.২ টন/হে. ও গড়ে ৩.৮টন/হে.।