Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০১৬

বিনা জায়েন্ট মাইমোছা নিয়ে কাজ করার জন্য গবেষণা প্রোগ্রাম হাতে নিয়েছে।


প্রকাশন তারিখ : 2016-07-31

    জায়েন্ট মাইমোছার উৎপাদন মাঠ, বিনা ময়মনসিংহ                                জায়েন্ট মাইমোছা পর্যবেক্ষণ, বিনা ময়মনসিংহ

 

জায়েন্ট মাইমোছার উপকারিতাঃ

১। বাতাস থেকে মাটিতে নাইট্রোজেন সংযোজন করে এবং সবুজ সার হিসেবে মাটিতে ব্যবহৃত হয়।

২। আগাছা দমনে ভূমিকা রাখে।

৩। কম্পোষ্ট সার তৈরীতে ব্যবহৃত হয়।

৪। মাটির ক্ষয়রোধে সাহায্যে করে।

 বিনা জায়েন্ট মাইমোছা নিয়ে কাজ করার জন্য গবেষণা প্রোগ্রাম হাতে নিয়েছে। চলতি মৌসুমে প্রায় ২০-৩০ কেজি বীজ উৎপাদন সম্ভব হবে।

 

জায়েন্ট মাইমোছা     ডাউনলোড