ড. মোঃ আমজাদ হোসেন কৃষি মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ পেয়ে ০৪ মে, ২০১৭ খ্রিঃ তারিখ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৩ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্যানতত্ত্ব) হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯০ সালের জুলাই মাস হতে ১৯৯৪ সালের নভেম্বর মাস পর্যন্ত ফল গবেষণা কেন্দ্র, বিনোদপুর, রাজশাহী এর ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরে যোগদান করেন। ২০০৬ সালে তিনি ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, গাজীপুরে যোগদান করেন। ২০০৮ সালে তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এই কেন্দ্রেই যোগদান করেন। ২০১২ সালে পদোন্নতি পেয়ে তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান হিসেবে উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র, গাজীপুরে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ২০০৭ সালে তিনি উদ্যানতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও কনসালটেশনে যোগদানের উদ্দেশ্যে থাইল্যান্ড, ভারত, তাইওয়ান, নেপাল, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও শ্রীলংকায় ভ্রমণ করেন। দেশি বিদেশি জার্নালে তাঁর ২৪ (চব্বিশ) টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও থিসিস, বুক, বুকলেট, ক্যাটালগ, মনোগ্রাফ, লিফলেট এবং বুলেটিনসহ তাঁর আরও ২০ (বিশ) টি প্রকাশনা রয়েছে। ড. মো. আমজাদ হোসেন, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত বেশ কিছু উচ্চ ফলনশীল আধুনিক জাত উদ্ভাবন এবং প্রজনন ও মান সম্পন্ন বীজ ও চারা/কলম উৎপাদনের সাথে জড়িত ছিলেন। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় গ্রীষ্মকালীন টমেটোর বাণিজ্যিক চাষ সম্প্রসারণে মুখ্য ভূমিকা পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি ১৯৫৯ সালে ০১ জুলাই ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।