Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০২৫

বিনা কর্তৃক মানিকগঞ্জের হরিরামপুরে উচ্চ ফলনশীল ও জনপ্রিয় ফসলের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও বীজ সংরক্ষন শীর্ষক কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2025-02-02

হরিরামপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের হরিরামপুরে উচ্চ ফলনশীল ও জনপ্রিয় ফসলের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও বীজ সংরক্ষন শীর্ষক কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ১১টা থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে বাংলাদেশ বিভিন্ন পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ফসলের উৎপাদন, সংরক্ষণ, চাষাবাদ পদ্ধতি সম্পর্কে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৫০ জন কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ফসলের বৈশিষ্ট্য, চাষাবাদের জন্য উপযুক্ত জমি নির্বাচন, বপন ও রোপণ পদ্ধতি, সার প্রয়োগ, পরিচর্যা পদ্ধতি, বীজ শুকানো ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ নিতে আসা গালা ইউনিয়নের সোনাকান্দর গ্রামের জমিলা খাতুন (৫৫) ও শিরিন সুলতানা রুমা (৫০) জানান, এ প্রশিক্ষণ নিয়া ক্যামনে ভালো ফসল পাওয়া যাইব খালি (শুধু) তাই শিখিনাই, ক্যামনে সামনের বছরের জন্য ভালো বীজ রাখবার (সংরক্ষণ করতে) পারুম তা শিখবার পারছি।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ-এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিসিও এবং প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, পিসিও এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, পিসিও উদ্ভিদ প্রজনন বিভাগের ড. রেজা মোহাম্মদ ইমন, ‘বিনা’ আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ ও হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান প্রমুখ।