কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
জিংকসমৃদ্ধ ধানের পর এবার আসছে ‘আয়রন ধান’। বিনাধান-১৯ নামের এ ধানের জাতটি উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। এটি দেশে প্রচলিত ধানের জাতগুলো থেকে ৬-৩০ গুণ বেশি আয়রনসমৃদ্ধ। শেরপুরে এবারের আমন মৌসুমে আয়রনসমৃদ্ধ বিনাধান-১৯ পরীক্ষামূলক গবেষণা প্লটে আবাদ করে একরপ্রতি ফলন মিলেছে ৫৫ মণ। বিনাধান-১৯ অনেকটা সরু ও লম্বা। চাল বেশ পুষ্ট ও লালচে। আমন মৌসুমে প্রচলিত উচ্চ ফলনশীল জাতের তুলনামূলক পর্যালোচনায় দেখা গেছে, একসঙ্গে লাগানো হলেও ব্রি ধান-৪৯ জাতের চেয়ে কমপক্ষে ১০ দিন আগে বিনাধান-১৯ ঘরে তোলা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন।
মহাপরিচালক (ভারপ্রাপ্ত)
ড. মো. আবুল কালাম আজাদ বিস্তারিত
কৃষি সম্প্রসারণ নীতি-২০২০