Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০২৩

জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিসমূহঃ

জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিসমূহ

ক্রমিক নং

পুরস্কার/সম্মাননার নাম ও প্রাপ্তির সন

পুরস্কার/সম্মাননার সংক্ষিপ্ত বিবরণ

১.

ইনস্টিটিউট কর্তৃক রাষ্ট্রপতি পুরস্কার লাভ।

সনঃ ১৩৮৬ (১৯৭৯-৮০)

 কৃষি গবেষণায় প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি স্বরূপ ইনস্টিটিউট কর্তৃক ১৩৮৬ (১৯৭৯-৮০) সালের কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার লাভ।

২.

জনাব লুৎফুর রহমান ও ড. মোঃ আনোয়ারুল কাদের শেখ কর্তৃক রাষ্ট্রপতি পুরস্কার লাভ।

সনঃ

১৩৮৭ (১৯৮০-৮১) ও ১৩৮৮ (১৯৮১-৮২)

 কৃষি গবেষণা ও কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দু’জন বিজ্ঞানী জনাব লুৎফুর রহমান ও ড. মোঃ আনোয়ারুল কাদের শেখ কর্তৃক ১৩৮৭ (১৯৮০-৮১) ও ১৩৮৮ (১৯৮১-৮২) সালের রাষ্ট্রপতি পুরস্কার লাভ।

৩.

ড. মোঃ আনোয়ারুল কাদের শেখ কর্তৃক মহিলা বিজ্ঞানী সমিতি হতে ‘শ্রেষ্ঠ বিজ্ঞানী’ সনদ ও স্বর্ণপদক লাভ।

সন : ১৯৮৩

 কৃষি গবেষণা ও উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ড. মোঃ আনোয়ারুল কাদের শেখ কর্তৃক বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতি হতে ১৯৮৩ সালের ‘শ্রেষ্ঠ বিজ্ঞানী’ সনদ ও স্বর্ণপদক লাভ।

৪.

ড. এ. জে. মিয়া কর্তৃক রাষ্ট্রপতি পুরস্কার লাভ।

সন : ১৩৯৩ (১৯৮৬-৮৭)

উন্নত ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষি উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ড. এ. জে. মিয়া কর্তৃক ১৩৯৩ (১৯৮৬-৮৭) সালের রাষ্ট্রপতি পুরস্কার লাভ।

৫.

ড. এ. জে. মিয়া, ড. মোঃ আলী আযম, লোকমান হাকিম এবং এম. এ. মনসুর কর্তৃক বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্ট হতে পুরস্কার লাভ।

সন : ১৯৮৯

উন্নত ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চারজন বিজ্ঞানী সর্বজনাব ড. এ. জে. মিয়া, ড. মোঃ আলী আযম, লোকমান হাকিম এবং এম. এ. মনসুর কর্তৃক ১৯৮৯ সালে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্ট হতে পুরস্কার লাভ।

৬.

বিনা কর্তৃক ICRISAT এবং NARS  হতে ক্রেস্ট ও সনদ লাভ।

সন : ২০০৩

কৃষি গবেষণায় প্রাতিষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ বিনা কর্তৃক ২০০৩ সালে ICRISAT এবং NARS  হতে ক্রেস্ট ও সনদ লাভ।

৭.

ড. কে. এম. শামসুজ্জামান কর্তৃক ICRISAT এবং NARS হতে ক্রেস্ট এবং সনদ লাভ।

সন: ২০০৩

উন্নত ছোলার জাত উদ্ভাবনের জন্য ড. কে. এম. শামসুজ্জামান কর্তৃক ২০০৩ সালে ICRISAT এবং NARS হতে ক্রেস্ট এবং সনদ লাভ।

৮.

ড. কে. এম. শামসুজ্জামান কর্তৃক অস্ট্রেলিয়া ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে ক্রেস্ট ও সনদ লাভ।

সন : ২০০৭

ডাল গবেষণা ও জাত উন্নয়নে অবদানের জন্য ড. কে. এম. শামসুজ্জামান কর্তৃক ২০০৭ সালে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে ক্রেস্ট ও সনদ লাভ।

৯.

ড. এম. এ. সাত্তার কর্তৃক বিজ্ঞান উন্নয়ন সমিতির পুরস্কার লাভ।

সন : ১৯৮৯

চতুর্দশ বার্ষিক বিজ্ঞান সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপনার জন্য শ্রেষ্ঠ বিজ্ঞানী (অনুর্ধ ৩৫) হিসেবে ড. এম. এ. সাত্তার নির্বাচিত ও ১৯৮৯ সালের বিজ্ঞান উন্নয়ন সমিতির পুরস্কার BAAS Award  (ক্রেষ্ট ও সনদ) লাভ।

১০.

ড. এম. এ. ছালাম কর্তৃক ‘BAED’ হতে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন পুরস্কার লাভ।

সন : ২০০০

কৃষি পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অনবদ্য অবদান রাখায় ড. এম. এ. ছালাম কর্তৃক ২০০০ সালে ‘BAED’ হতে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন পুরস্কার লাভ।

১১.

ড. মোঃ তারিকুল ইসলামের ‘Chairman’s Award’ লাভ।

সন: ২০০০

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক ফাউন্ডেশন কোর্সে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০০০ সালে ড. মোঃ তারিকুল ইসলামের ‘Chairman’s Award’ লাভ।

১২.

ড. মোঃ আজগার আলী সরকার কর্তৃক IEB হতে পুরস্কার লাভ।

সন : ২০০০

 

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IEB) জার্নালে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধসমূহের মধ্যে শ্রেষ্ঠ প্রবন্ধকার হিসেবে নির্বাচিত হওয়ায় ড. মোঃ আজগার আলী সরকার কর্তৃক ২০০০ সালে IEB হতে পুরস্কার লাভ।

১৩.

মোঃ ইকরাম উল হক কর্তৃক ১৯৯৮ সালের বিজ্ঞান উন্নয়ন সমিতির পুরস্কার লাভ।

সন : ১৯৯৮

উনবিংশতম বার্ষিক বিজ্ঞান সম্মেলনে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ উপস্থাপনার স্বীকৃতি স্বরূপ মোঃ ইকরাম উল হক কর্তৃক ১৯৯৮ সালের বিজ্ঞান উন্নয়ন সমিতির পুরস্কার লাভ।

১৪.

বায়োটেকনোলজি বিভাগ, বিনা কর্তৃক কৃষি মমত্রণালয় হতে ‘‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৮’’  লাভ।

 

সন : ২০১৩

কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরুপ বায়োটেকনোলজি বিভাগ, বিনা কর্তৃক ২০১৩ সালে কৃষি মমত্রণালয় হতে ‘‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৮’’ (রৌপ্য পদক) লাভ।

১৫.

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) র্কতৃক কৃষি মন্ত্রণালয় হতে “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৯”  লাভ।

 

সন : ২০১৪  

কৃষি গবষেণায় অবদানরে স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) র্কতৃক ২০১৪ সালে কৃষি মন্ত্রণালয় হতে “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৯” (স্বর্ণ  পদক) লাভ।

১৬.

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে মার্কেটাইল ব্যাংক লিমিটেড হতে “মার্কেন্টাইল লিমিটেড সম্মাননা পদক-২০১৪” লাভ।

সন : ২০১৪

কৃষি বিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে মার্কেটাইল ব্যাংক লিমিটেড হতে “মার্কেন্টাইল লিমিটেড সম্মাননা পদক-২০১৪” পদক প্রদান করা হয়।

১৭.

ড. মির্জা মোফাজ্জল ইসলাম, পিএসও এবং প্রধান, বায়োটকেনোলজি বিভাগ, বিনা কে জাতিসংঘের এফএও-আইইএ হতে আন্তর্জাতিক “আওটস্ট্যান্ডিং এচিভমেন্ট এওয়ার্ড”।

সন : ২০১৪

ফুড সিকিউরিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  ড. মির্জা মোফাজ্জল ইসলাম, পিএসও এবং প্রধান, বায়োটেকনোলজী বিভাগ, বিনা কে ২০১৪ সালে  জাতি সংঘের এফএও-আইইএ হতে আন্তর্জাতিক পর্যায়ে “আওটস্ট্যান্ডিং এচিভমেন্ট এওয়ার্ড” প্রদান করা হয়।

১৮.

ড. মির্জা মোফাজ্জল ইসলাম, পিএসও এবং প্রধান, বায়োটকেনোলজি বিভাগ, বিনা কে বাংলাদেশ উদ্ভিদ প্রজনন ও কৌলিতত্ত্ব সমিতি কর্তৃক Best Young Scientist-2012 পুরস্কার।

সন : ২০১৪

 

ফুড সিকিউরিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  ড. মির্জা মোফাজ্জল ইসলাম, পিএসও এবং প্রধান, বায়োটেকনোলজী বিভাগ, বিনা কে ২০১৪ সালে বাংলাদেশ উদ্ভিদ প্রজনন ও কৌলিতত্ত্ব সমিতি কর্তৃক “Best Young Scientist-2012” পুরস্কার প্রদান করা হয়।

১৯.

Fourteenth Edition of the IDB Prize for Seience and Technology 1437H (2016) লাভ

 

২০.

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন (প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক ২০১৬ লাভ

 

২১.

ড. মোঃ হারুন-অর রশীদ, এসএসও কে কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃক ২০১৬ এর বর্ষসেরা কৃষিবিদ হিসেবে পুরস্কার প্রদান

 

২২. বিনার স্বাধীনতা পুরষ্কার-২০১৯খ্রি. অর্জন  

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon